যেসব শিশু দিনের অনেকটা সময় ঘরের বাইরে খেলাধুলা করে তাদের দৃষ্টিশক্তি কমে যায়। গবেষণা শেষে এমন তথ্য জানিয়েছেন ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।
আগের একটি গবেষণায়ও এ ধরনের তথ্য পাওয়া গিয়েছিল। সেই গবেষণার রেশ ধরেই এবারের গবেষণাটি বলে জানিয়েছেন প্রধান গবেষক অধ্যাপক ডক্টর ক্যাথি উইলিয়ামস।
তাদের দাবি, অতিরিক্ত সময় বাড়ির বাইরে থাকা শিশুদের ক্ষীণদৃষ্টির সমস্যায় ভোগার ব্যাপারে জোরালো প্রমাণ পেয়েছেন তারা। এই গবেষণার জন্য তারা ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত হাজার শিশুর চোখ পরীক্ষা ও পারিবারিক তথ্য বিশ্লেষণ করেছেন।
এসব শিশুর মধ্যে ৭, ১০, ১১, ১২ ও ১৫ বছর বয়সী শিশু রয়েছে। দেখা গেছে, ৮-৯ বছর বয়স থেকে যে শিশুরা নিয়মিত বাইরে বেশি সময় দিয়েছে বয়স ১৫ হওয়া অবধি তাদের দৃষ্টিশক্তি অর্ধেকে নেমে গেছে।
গবেষণা প্রতিবেদনটি ইনভেস্টিগেটিভ অপথালমোলজি অ্যান্ড ভিজ্যুয়াল সায়েন্স নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল।