বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও ১-৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১২’ পালিত হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে পৃথক- পৃথক বাণী প্রদান করেছেন।
সুস্থ শিশুই সুস্থ-সবল জাতি গঠনের প্রাথমিক ধাপ। বুকের দুধ শিশুর অমৃত সুধা, জীবন সঞ্জীবনী। বুকের দুধের উপকারিতা সম্পর্কে অপ্রতুল জ্ঞান ও অজ্ঞতার কারণে আমাদের দেশে বহু শিশু মায়ের দুধ পান থেকে বঞ্চিত হচ্ছে। এটা আমাদের দেশের শিশুর অপুষ্টিজনিত বিভিন্ন রোগ ব্যাধি ও শিশুর মৃত্যুর হার বেশি হওয়ার অন্যতম কারণ।
শিশুকে মায়ের দুধ পান করানোর জন্য মাকে সহযোগিতা করা পরিবারের সকলেরই দায়িত্ব। ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ পান এবং ৬ মাস বয়সের পর থেকে বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যদিও বর্তমানে শুধুমাত্র মায়ের দুধ পানের হার যথেষ্ট পরিমাণে বেড়েছে তা সত্ত্বেও এ অবস্থার আরো উন্নতির প্রয়োজন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এ আয়োজন মাতৃদুগ্ধ পানে জনসচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।