হালকা পাতলা শিশুদের তুলনায় মোটা শিশুদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি ছয়গুণ বেশি। এক্ষেত্রে ছেলেশিশুদের তুলনায় মেয়েশিশুদের পাথর হয় বেশি। বয়স্ক নারীদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের পিল পিত্তথলিতে পাথর জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। কায়সের পার্মানেন্ট সাউদার্ন ক্যালিফোর্নিয়া নামের একটি স্বাস্থ্য বীমা কোম্পানির বীমাধারী শিশুদের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, মোটা শিশুরা পিত্তথলির পাথরে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হয় বেশি। গবেষণার জন্য ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্বাস্থ্যসেবা নেওয়া ১০ থেকে ১৯ বছর বয়সী পাঁচ লাখ দশ হাজার শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, ছেলেশিশুরা দুই থেকে তিনবার পিত্তথলির পাথরে আক্রান্ত হয়েছে। মেয়েদের ক্ষেত্রে এই হার ছয় থেকে আটবার। গবেষণা ফলটি ‘পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইনটেরোলজি অ্যান্ড নিউট্রেশন’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল।