নতুন এক সমীক্ষায় দেখা গিয়েছে নকল বা নিম্ন মানের বিপুল পরিমান মালেরিয়া প্রতিষেধক ওষুধ গোটা আফ্রিকা ও এশিয়ায় ছেয়ে গিয়েছে এবং তাতে করে মশাবাহিত এ রোগের প্রতিরোধ প্রয়াস দারূন রকম ব্যাহত হওয়ার আশংকা দেখা দিচ্ছে ।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ ইনস্টিটিউট NIH সূত্রে বলা হচ্ছে আফ্রিকার দক্ষিনাঞ্চলবর্তী ২১ দেশ থেকে সংগৃহিত তথ্য-উপাত্ত বিশ্লেষন করে দেখা গিয়েছে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধের ৩৫ শতাংশই রাসায়নিক পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেনি – অর্ধেরকেরও বেশি ঠিকমতোন প্যাকেটভর্তি করা ছিলো না এবং বাদবাকি ৩৬ শতাংশ ছিলো নকল ।
সারা বিশ্বের ৩ শ’ কোটি মানুষের ম্যালেরিয়া রোগ্রাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে । প্রতি বছর এ রোগে মারা যায় প্রায় ১০ লক্ষ মানুষ এবং এর বেশিরভাগই হলো আফ্রিকার , নবজাত শিশু ও ছোটো বাচ্চা ।