বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি: আল কায়দা
আল কায়দা বলেছে তারা সন্ত্রাসী নেটওয়ার্ক এর প্রধান হিসেবে মিশরে জন্মগ্রহণকারী আইম্যান জাওয়াহিরি কে বেছে নিয়েছে। ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি।
Bangladesh News Network
আল কায়দা বলেছে তারা সন্ত্রাসী নেটওয়ার্ক এর প্রধান হিসেবে মিশরে জন্মগ্রহণকারী আইম্যান জাওয়াহিরি কে বেছে নিয়েছে। ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি।
সিরিয়ার সৈন্যরা তুরস্কের সীমান্ত সংলগ্ন এলাকায় ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে। এ দিকে বেশ কিছু সংখ্যক সিরীয়বাসী দেশের ক্রমবর্ধমান গোলযোগ এড়াতে সীমান্ত পেরিয়ে তুরস্কে চলে যাচ্ছে।
দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী।
রবিবার সানায় হাজার হাজার সরকার বিরোধী প্রতিবাদকারী প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর দেশ ত্যাগ উদযাপন করে। তারা আশা করছে মি সালেহ যে দেশ ত্যাগ করেছেন তা স্থায়ী ভাবে এবং তার ৩৩ বছরের শাসন আমলের অবসান হবে।
সাবেক বসনীয় সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ হেগ শহরে জাতি সংঘের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো উপস্থিত হন কিন্তু তিনি দোষী বা নির্দোষ সেই আবেদন জানাতে অস্বীকৃতি জানান এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে জঘন্য বলে আখ্যায়িত করেন।