১৫ মাস সময় বাড়িয়েছেন- এজন্য ধন্যবাদ: শেখ হাসিনা
এরআগে, উনি গত জুন পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন আগামী সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়েছেন। ১৫ মাস সময় বাড়িয়েছেন- এজন্য ধন্যবাদ। শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদার বক্তব্যের প্রসঙ্গ ধরে বলেন হাসিনা। খালেদা জিয়ার সময় বেঁধে দেওয়াকে 'সময় বাড়ানো' বলে অভিহিতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।