বিমানবাহিনীর আপত্তিতে মেট্রোরেল পথের গতিপথ ঘুরছে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, বিমানবাহিনীর আপত্তিতে মেট্রোরেল পথের গতিপথ ঘুরছে না। এ সময় তিনি বিজয় সরণির পাশ দিয়ে মেট্রোরেল স্থাপনে না করার প্রধান ১০টি কারণ সংসদে তুলে ধরেন। বিমান বাহিনীর আপত্তি এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি বাংলা দৈনিকে 'বিমানবাহিনীর আপত্তিতে ঘুরছে মেট্রো রেলপথ' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।