আত্মসমর্পণের পর জামিন পেলেন নাঈমুল ইসলাম খান
প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন দৈনিক আমাদের সময়ের সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান। সোমবার সকালে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে মহানগর হাকিম শাহাদত হোসেন ১ লাখ টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন।