ইরান তার পারমানবিক কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না : আহমেদিনিজাদ
ইরান পারমানবিক অস্ত্র আহরণের চেষ্টা করছে এমন উদ্বেগসৃষ্টিকারী রিপোর্টের পরিপ্রেক্ষিতে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ বলছেন যে তার দেশ পারমানবিক পথ থেকে এক বিন্দু ও সরে দাঁড়াবে না। তিনি আজ বুধবার এক সমাবেশে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা, IAEA এর প্রকাশিত প্রতিবেন প্রত্যাখ্যান করেন। ঐ সমাবেশটি ইরানি টেলিভিশনে দেখানো হয়।