News

তুষার আবৃত পিয়ংইয়ংএ কিম জং ইলের শবযাত্রা শুরু হয়

বুধবার হাজার হাজার শোকার্ত উত্তর কোরিয়ান, দীর্ঘ দিনের নেতা কিম জং ইলকে শেষ বিদায় দেন যখন শবাধারে তার মরদেহ রাজধানী পিয়ংইয়ং এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়।

পর্যবেক্ষকদের সফরকালে সিরিয়া বাহিনী হোম্সে টিয়ার গ্যাস ছূড়েছে ।

আরব লীগ পর্যবেক্ষকেরা সিরিয়ার বিক্ষুদ্ধ হোম্স শহরে তাঁদের সফর শুরু করেন যখন সে সময়েই সেখানে সরকারী বাহিনী হাজার হাজার প্রতিবাদীকে নিশানা করে টিয়ার গ্যাস ছুঁড়েছে ।

সিরিয়ায় সহিংসতায ২০ জন নিহত

সিরিয়ার অধিকারকর্মিরা এবং সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সরকারী বাহিনী বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হমস এ তাদের আক্রমণ আরও তীব্র করে তুলছে। তাতে অন্তত কুড়িজন নিহত হয়েছে।

শিয়া ইমাম মুকতাদা আস সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী ইরাকের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের ডাক দিয়েছে ।

ইরাকে , এ্যামেরিকা বিরোধি শিয়া ইমাম মুকতাদা আস সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক গোষ্ঠী ইরাকের সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন অনুষ্ঠানের ডাক দিয়েছে – যে ডাকের ফলোদয়ে , দেশের বর্ধমান গোত্র-সম্প্রদায় কেন্দ্রীক সংকট আরো বেড়েচেড়ে উঠতে পারে ।

সামরিক অভ্যুথ্থানের সম্ভাবনা বাতিলের সংবাদ কে স্বাগত জানিয়েছে পাকিস্তান

পাকিস্তানের সামরিক প্রধান, সামরিক অভ্যুথ্থানের সম্ভাবনা যে বাতিল করে দিয়েছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে স্বাগত জানাচ্ছেন।

সামরিক অভ্যুথ্থানের সম্ভাবনা বাতিলের সংবাদ কে স্বাগত জানিয়েছে পাকিস্তান

পাকিস্তানের সামরিক প্রধান, সামরিক অভ্যুথ্থানের সম্ভাবনা যে বাতিল করে দিয়েছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে স্বাগত জানাচ্ছেন।

হিলারী ক্লিনটন, শান্তির পথ বেছে নেবার জন্যে উত্তর কোরিয়ার নতুন নেতৃত্বের প্রতি অনুরোধ জানাচ্ছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন , উত্তর কোরিয় নেতা কিম যং ইলের মৃ্ত্যুর পর এখন , তাঁর কথায় , শান্তির পথ বেছে নেবার জন্যে উত্তর কোরিয়ার নতুন নেতৃত্বের প্রতি অনুরোধ জানাচ্ছেন ।