সিরিয়া আরব লীগ চুক্তি সই করলো ।
সিরিয়া আরব লীগের প্রনয়ন করা এক চুক্তিতে সই করেছে । সরকার , সরকার বিরোধি প্রতিবাদ-বিক্ষোভকারীদের ওপর আরক্ষা বাহিনীর আক্রমন অভিযান খতম করার প্রতিশ্রুতি পুরন করছে কিনা তা খতিয়ে দেখার জন্যে ঐ চুক্তিতে পর্যবেক্ষকদের দেশটিতে প্রবেশের সুযোগ দেবার কথা বলা রয়েছে ।সিরিয়া আরব লীগের প্রনয়ন করা এক চুক্তিতে সই করেছে ।