নিউ হ্যাম্পসারে মিট রম্নি জয় দাবী করলেন
ম্যাসেচ্যুসেটস রাজ্যের প্রাক্তন গভর্নার মিট রম্নি রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন নিউ হ্যাম্পসারে জয়ী হলেন। দলের মনোনয়ন পাওয়ার জন্য এটা একটি বিরাট পদক্ষেপ। এরপর নভেম্বর মাসের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ওবামার সংগে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।