সিরিয়ায় সরকারী বাহিনীর হত্যা হামলা অবশ্যই বন্ধ করতে হবে – নভী পিল্লাই
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান নভী পিল্লাই অবিলম্বে সিরিয়ায় মানবিক অস্ত্রবিরতি বলবতের আহ্বান জানিয়েছেন । ইতিমধ্যে বিদ্রোহ বিক্ষুদ্ধ অঞ্চলগুলোয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর সৈন্যেরা আরো অনেক লোককে হত্যা করেছে ।