ওবামা বলেছেন – আফগানিস্তান থেকে তাড়াহূড়ো করে পিছু হঠে চলে আসা হবেনা
রবিবার আফগানিস্তানের যে দুটি গ্রামে যুক্তরাষ্ট্রের এক সৈনিক ১৬ অসামরিক গ্রামবাসিকে হত্যা করে , তারই একটিতে আফগান সরকারের সফররত একটি প্রতিনিধিদলকে লক্ষ করে গুলি ছুঁড়েছে যারা , তাদেরকে জঙ্গী বলে সন্দেহ করা হচ্ছে ।