কুনার প্রদেশ আল কায়েদা ও তালেবান জঙ্গীদের অভয়-আশ্রয় হিসেবে পরিগণিত হয়ে থাকে
আফগান ও জোটবাহিনী বলছে বিমান হামলায় আফগানিস্তানে তত্পর আল কায়েদার দ্বিতীয় অবস্থানের শীর্ষ নেতা নিহত হয়েছে । মঙ্গলবারের এক বিবৃতিতে জোটবাহিনী ঐ নিহত ব্যক্তিকে সাখার আত তাফি নামে সনাক্ত করেছে । সৌদি ঐ ব্যক্তি মুশতাক ও নাসীম নামেও পরিচিত বলে বলা হয় ।