রেমিটেন্সে আগ্রহ নেই ৮ ব্যাংকের
দেশের ৩০ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৮ বানিজ্যিক ব্যাংকের বৈদেশিক মুদ্রা আহরণের পরিমান নাজুক। বেসরকারি এই ৮টি বানিজ্যিক ব্যাংকের ৩ বছরে বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) আহরণের পরিমান মাত্র ৩৮৭ মিলিয়ন ডলার, যা অপর একটি বেসরকারি বানিজ্যিক ব্যাংক- ইসলামী ব্যাংকের একক আহরণের সমান