গাধাবোমা : তালেবানের নতুন কৌশল
রাজধানী কাবুল থেকে ৩৬০ কিলোমিটার দূরে ঘোর প্রদেশের চারসাদা জেলায় এই হামলা চালানো হয়। বিষয়টি সবাইকে বিস্মিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা একটি গাধার শরীরে একটি মাইন বেঁধে দিয়ে সেটিকে জেলা প্রশাসন কার্যালয়ের ফটকের সামনে রেখে যায়