দুই টাকার লবণ ৩৫ টাকায়
কয়েকটি ছোট মিল মালিক কম দামে লবণ কিনে সেখান থেকে মুনাফা করছে কয়েকগুণ। আইন অনুযায়ী, শিল্পের কাঁচামাল হিসেবে অপরিশোধিত লবণ যিনি আমদানি করেছেন, তারই পরিশোধন করে বাজারজাত করার কথা। অথচ বাস্তবে ঘটছে এর উল্টো-এমন পর্যালোচনা বাণিজ্য সচিব মো. গোলাম হোসেনের। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় তিনি তার এ পর্যালোচনার…