স্বর্ণ জিতেই ক্যারিয়ারের সমাপ্তি ফেলপস’র
চলতি অলিম্পিকে নিজের ১৮তম স্বর্ণ পদক জিতে ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বিশ্বসেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। চারটি অলিম্পিকে অংশ নিয়ে এ পর্যন্ত মোট ১৮টি স্বর্ণসহ মোট ২২টি পদক জিতেছেন এই তারকা সাতারু। এবারের আসরে চারটি স্বর্ণ ও দু’টি রৌপ্য জিতেছেন তিনি।শনিবার ৪x১০০ মিটার মিডলে র্যালিতে শেষবারের মতো পুলে নামেন ফেলপস। ম্যাথ গ্রেভারস…