ফেলপসের ২১ !
বৃহস্পতিবার সাঁতারের একক ইভেন্টে পরপর তিন অলিম্পিকে স্বর্ণপদক জয়ের বিরল কৃতিত্ব দেখিয়েছিলেন মাইকেল ফেলপস। শুক্রবার রাতে সেই রেকর্ডেরই পুনরাবৃত্তি ঘটালেন মার্কিন এ জীবন্ত কিংবদন্তি। এদিন ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতেন তিনি। ২০০৪-এর এথেন্স এবং বেইজিংয়েও এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ফেলপস। তার মানে ২০০ মিটার একক মিডলের পর ১০০ মিটার বাটারফ্লাইয়েও…