ডাচ-বাংলার ফাঁদ : ১০১ কোটি টাকা অন্যায় চার্জের অভিযোগ
সাধারণ গ্রাহককে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক লি. (ডিবিবিএল) । এটিএম কার্ডের বাৎসরিক ফি, দৈনিক লেনদেন ফি, রিসিট ফি, এটিএম নেটওয়ার্ক ফি, অনলাইন ব্যাংকিং ফি ইত্যাদির আবরণে পেতে রাখা ফাঁদে পা দিলেই আর রক্ষা নেই। ঘানি টানতে হয় বছরের পর বছর। তবে গ্রাহকদের এসংক্রান্ত অভিযোগকে একদমই…