কিসমাইও থেকে আল শাবাবের আংশিক প্রত্যাহার
সোমালিয়ার জংগী গোষ্ঠী আল-শাবাব জানায়, তারা সেদেশ থেকে তাদের শেষ শক্তঘাটি অপসারণ করেছে। শনিবার সংগঠনটি বলে, তারা সোমালিয়ার বন্দর শহর কিসমাইও ত্যাগ করেছে। এর এক দিন আগে কেনীয় বাহিনী জঙ্গী দলটিকে উৎখাত করতে কিসমাইওতে আক্রমন চালায়।