সিরিয়া নিয়ে বান কী মুন ও লাঘদার ব্রাহিমির মধ্যেকার আলোচনা সাধারন পরিষদ অধিবেশনের আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের আগে , জাতিসংঘের মহাসচিব বান কী মুন এবং সিরিয়ার আন্তর্জাতিক মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমির মধ্যে আলোচনার প্রধান বিষয় ছিল সিরিয়ার চলমান সংঘাত ।