লায়ন্স সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে আজ ২ অক্টোবর ২০১১ তারিখ লায়ন্স জেলা ৩১৫ বি৩ এর বিভিন্ন ক্লাবসমূহ ঢাকা ও কুমিল্লায় বিভিন্ন সেবাকার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু শিবির, কুমিল্লা জামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ, শিক্ষাসামগ্রী ও সেলাইমেশিন বিতরণ, কুমিল্লায় ‘সেবার মাধমে পরিবর্তন’ শীর্ষক সেমিনার, বৃক্ষরোপন, কুমিল্লা প্যারামেডিকস কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ঢাকার উত্তরায় চক্ষু ও দন্ত শিবির উল্লেখ্য। কুমিল্লার অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর এডভোকেট হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস জেলা গভর্ণর ওয়াহিদুর রহমান আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোসলেহউদ্দিন আহমদ, কুশিল্লা জেলার বিশিষ্ট ব্যবসায়ী শ্রেষ্ঠ করদাতা কিরন্ময় দত্ত ও সুবাস চন্দ্র নন্দী। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্সএর নেতৃবৃন্দ সেবা সপ্তাহের চেয়ারম্যান শামসুল আলম খোকন, কো চেয়ারম্যান শাহরিয়ার সালাম, রিজিয়ন চেয়ারম্যান ফারহানা নাজ, কেবিনেট সেক্রেটারী শামসুল হুদা উপদেষ্টা জাফরুল্লাহ খান প্রমূখ উপস্থিত ছিলেন। এদিনে প্রায় ৩,০০০ সুবিধাবঞ্চিত মানুষকে সেবা প্রদান করা হয়েছে। উল্লেখ্য সেবা সপ্তাহের মিডিয়া পার্টনার দৈনিক কালের কন্ঠ, একুশে টেলিভিশন, বিএনএন২৪.কম ও ডেইলী সান।