সোমালী জঙ্গী গোষ্ঠী আল শাবাব দেশটির রাজধানী মোগাদিশুতে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৬০ ব্যক্তির প্রাণ বিনাশ করেছে । প্রত্যক্ষদর্শিরা বলছেন – আত্মঘাতী দুই বোমাবাজ ঐ ট্রাকটি চালিয়ে একটি আবাসিক প্রাঙ্গণের ভেতরে নিয়ে যায়, যেখানে সরকারের বেশ কিছু মন্ত্রীর বাস। ওখানেই ট্রাকটিতে তারা বিস্ফোরণ ঘটায় মঙ্গলবার বেলা এগারোটার দিকে । আল শাবাব তাদের ওয়েবসাইটে ঐ বিস্ফোরণের দায়িত্ব দাবী করে বলেছে – সোমালিয়ার অন্তবর্তী কেন্দ্রীয় সরকার এবং ঐ সরকারকে যারা মদত জোগাচ্ছে, সেই আফ্রিকী য়ুনিয়নের শান্তি রক্ষিদেরকে নিশানা করে ঐ হামলা চালানো হয় । সরকারী হিসেবে মৃতের সংখ্যা পনেরো বলে উল্লেখ করা হলেও অকূস্থলে হাজির এক স্থানীয় সাংবাদিক পুলিশ ও চিকিত্সা কর্মিদের সূত্র উল্লেখ করে মৃতের সংখ্যা কম হলেও ৬০ হবে বলে জানান ।   স্থানীয় এক সাংবাদিক ভয়েস অফ এ্যামেরিকার সোমালী শাখাকে জানান – নিজেই তিনি ঐ ভবন-প্রাঙ্গণের বাইরে প্রায় গোটা বিশ মরদেহ গুনে দেখেছেন – ভবনের অভ্যন্তরে দেখেছেন ২০টি মৃতদেহ এবং আরো গোটা বিশ দেখেছেন কাছাকাছির এক হাসপাতালে । মোগাদিশুর মেদীনা ও বান্দির হাসপাতালের অধিকর্তারা বলেছেন – ঐ বিস্ফোরণে আহত প্রায় দেড় শ লোককে তাঁরা ভর্তি করেছেন। হতাহতদের অনেকেই ছাত্র বলে বলা হচ্ছে । শিক্ষা মন্ত্রণালয়ে তারা গিয়েছিলো বৃত্তির জন্যে অনুষ্ঠিত তাদের পরিক্ষার ফল জানতে । ঐ বৃত্তি নিয়ে তাদের তুরস্কে যাওয়ার কথা । সোমালী সরকার ঐ হামলায় ধিক্কার জানিয়ে বলেছে, সন্ত্রাসী আশংকা যে বিদূরিত হয়নি এখনো, এ হামলা সেটাই প্রমাণ করছে ।