লিবিয়ার অন্তবর্তী সরকারের সৈন্যেরা তাদের ভাষায় চূড়ান্ত আঘাত হানছে মোয়াম্মার গাদ্দাফির শেষ শক্ত ঘাঁটিগুলোর একটি সিরতের ওপর । উপকূলবর্তী ছোট শহরটির বাসিন্দারা শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন – অন্যদিকে জাতীয় অন্তবর্তী সরকারের সৈন্যেরা এগিয়ে চলেছে শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায়।

সোমবারে  অন্তবর্তী সরকারের সৈন্যরা সিরতের ভেতরে আশেপাশে নতুন নতুন ভূখন্ড কব্জা করে – নিয়ন্ত্রণ হাতিয়ে নেয় ছোট শহর কাসর আবূ হাদীর – এ শহরেই ১৯৪২ সালে নোমাদ উপযাতিদের তাঁবুতে ভুমিষ্ঠ হয়েছিলেন মুয়াম্মার গাদ্দাফি । ইতিমধ্যে NTC নেতারা ঘোষনা করেছেন – সিরতে পুরোপুরি কব্জায় এসে গেলে এবং স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলেই তাঁরা পদত্যাগ করবেন ।

অন্তবর্তী প্রধানমন্ত্রী মাহমূদ জিবরীল সোমবার বলেছেন – সিরতে নিয়ন্ত্রণে এসে গেলেই বুঝতে হবে দেশের সমুদ্র ভাগ, স্থলভাগ এবং আকাশ মন্ডল – সবই সুরক্ষিত হয়ে গিয়েছে । তবে তিনি এও স্বীকার করেছেন যে বানী ওয়ালীদ-সহ দক্ষিনের মরু অঞ্চলের অভ্যন্তর ভাগে কিছু কিছু অংশে লড়াই চলতে থাকবে ।