প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র না থাকলে মানবাধিকার, সুশাসন কোনোটাই থাকে না। দেশ স্বাধীনের ৪০ বছর পরও আলোচনার বিষয়বস্তু করতে হয় ‘গণতন্ত্র বুটের নিচে’_ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’বুটের নিচে গণতন্ত্র : পিষ্ট মানবতা’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে ভয়েস অব বাংলাদেশ।

ড. মোশাররফ হোসেন বলেন,আওয়ামী লীগ গণতন্ত্রের নাম করে বহু গলাবাজি করেছে। স্বাধীনতার পর গণতন্ত্র হত্যা করেছিল। একদলীয় বাকশাল কায়েম করেছিল। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ১৯৭২ থেকে ‘৭৫ পর্যন্ত আওয়ামী লীগের চরিত্র দেখেনি। তারা সব সংবাদপত্র বন্ধ করে চারটি সরকারি সংবাদপত্র রেখেছিল। ক্ষমতাকে পাকাপোক্ত করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার থাকার পরও রক্ষীবাহিনী করেছিল। তারপরও নিজেদের রক্ষা করতে পারেনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনীতি নিরাপদ নয়। এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে জনগণের সমস্যার সমাধান হবে না। দুর্ভোগ থেকে দেশের জনগণকে উদ্ধারের কোনো বিকল্প নেই।

সংগঠনের সভাপতি এহসানুল হক জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মহিলা এমপি শাম্মি আকতার, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।