মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইউরোপের ঋণ সমস্যা মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারে বাধার সৃষ্টি করছে। তিনি ইউরোজোনের ঋণ সমস্যা সমাধানে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন।
মি.ওবামা আশা প্রকাশ করেন যে আগামী মাসের মধ্যেই এই সমস্যা সমাধানে একটি স্পষ্ট এবং দৃঢ় নীতিমালা গ্রহণ করা হবে। মি.ওবামা এমন এক সময়ে এই মন্তব্য করেছেন যখন মার্কিন সরকারি কর্মকর্তারা ইউরোপের দেশগুলোকে অর্থনীতি উদ্ধারে জ্ঞান দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে ইউরোপের ঋণ সমস্যা মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারে বাধার সৃষ্টি করছে সেব্যাপারটি তিনি চেপে যাননি। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন নভেম্বরে আসন্ন জি-২০ সম্মেলনের আগেই সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। তা না হলে ইউরোজোনের ঋণ সমস্যা সারা বিশ্বের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে ইউরোপের নেতাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ চলছে।
তারা সকল বাধা সম্পর্কে অবগত আছেন তবে ইউরোপের আভ্যন্তরীণ রাজনীতি বেশ জটিল এবং সেটা একটা বড় সমস্যার কারন। ইউরোপের দেশগুলোর সংসদে বিষয়টি নিয়ে একমত হয়ে কাজ করার সিদ্ধান্তে পৌঁছানো দরকার বলে তিনি মন্তব্য করেছেন।
ইউরোপের ঋণ সমস্যা যাতে রাজনৈতিক কোনও খেলায় পরিণত না হয় সেব্যাপারেও তিনি সাবধান করে দিয়েছেন।