সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সেনা অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৯০০ লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। এর আগে ২ হাজার ৭০০ নিহতের কথা বলেছিল সংস্থাটি।

 জাতিসংঘ মানবাধিকার সংস্থার কমিশনার নাভি পিল্লাইয়ের মুখপাত্র রুপার্ট কোলভিল বলেন, সিরিয়ায় গণতান্ত্রিক আন্দোলন শুরুর পর থেকে আমাদের হিসাব মতে নিহতের সংখ্যা ২ হাজার ৯০০-তে দাঁড়িয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন নিহতদের ব্যাপারে বিস্তারিত হিসাব রাখছে। উল্লেখ্য, জেনেভা ফোরামে জাতিসঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের পর্যালোচনার আগে সিরিয়ার ব্যাপারে এমন রিপোর্ট দিল জাতিসংঘ। এদিকে, সিরিয়ার সেনারা লেবাননে ঢুকে সীমান্ত এলাকায় বসবাসকারী এক সিরীয়কে গুলি করে হত্যা করেছে।

 প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। নিহত লোকটি লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা এলাকায় বসবাসকারী এক কৃষক ছিলেন। তাকে কেন হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারেনি।