মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা এলাকার মসজিদ, মাদ্রাসা উন্নয়নে অর্থদানের প্রতিশ্রুতি বা সরাসরি অর্থ প্রদান বা অন্য কোন সহায়তা প্রদান করছেন কি-না তা তদারকি করতে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার।
গতকাল জুমআর নামাজের পরে একটি ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের প্রমাণ পেয়ে তাকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার। এছাড়া অন্য এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া গতকাল বিভিন্ন ওয়ার্ড এলাকাও পরিদর্শন করেছেন কর্মকর্তারা।
রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কি না সেদিকে খেয়াল রাখছে নির্বাচন কমিশন। যদি কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে তিনি জানান।
স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানোর কারণে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর খৈয়ম চঞ্চল এবং ১৬ নং ওয়ার্ডের সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুমায়ন কবিরের বিরুদ্ধে লিফলেট বিতরণ করার অভিযোগ তদন্ত করে দেখছে কমিশন।