আজ মঙ্গলবার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়াসহ চারদলীয় নেতারা। আজকের সমাবেশ সফল করতে সব প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট জেলা উপপুলিশ কমিশনার (উত্তর সার্কেল) এজাজ আহমদ জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্ত্রধারী পুলিশ সদস্যদের সঙ্গে সাদা পোশাকে পুলিশও মঞ্চ এবং সমাবেশস্থলের চারপাশে অবস্থান নেবে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করে যাচ্ছেন। তাছাড়া সমাবেশস্থলে ১২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এদিকে লংমার্চ ও সমাবেশ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সিলেট নগরী। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, বিলবোর্ড সাঁটানো হয়েছে নগরীর সর্বত্র। নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে অসংখ্য তোরণ।