সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দুপুর দেড়টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ালটন সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে সিরিজে হারিয়েছিল টাইগাররা। ওই সিরিজের পর সিরিজ হারের অজানা শংকা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অধিনায়ক মুশফিকুর রহিমকে হতাশ করেছে সতীর্থরা। তাই সিরিজে টিকে থাকতে হলে আজ সব বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করেন টাইগার দলপতি। যে মিরপুরকে স্পিন সহায়ক উইকেট বলা হয়ে থাকে সেই উইকেটেই গত ম্যাচে স্বাগতিক দলের সাকিব- রাজ্জাকদের পাত্তাই দেননি ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যাটসম্যানরা।

একই ভেন্যুতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে ৪০ রানে পরাজিত হয়ে ইতোমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে মুশফিকরা। তাই সিরিজ বাঁচাতে হলে আজ বাংলাদেশ দলকে জিততেই হবে।
এ পর্যন্ত ১৮ বার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ক্যারিবীয় দলটি জিতেছে ১৩টিতে আর বাংলাদেশের জয় ৩ ম্যাচে। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।