ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। 18 রানেই 4 টি উইকেট খুইয়ে ঘোর অন্ধকারের মধ্যে পড়ে গেছে স্বাগতিকরা।
রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 134। অধিনায়ক মুশফিকুর রহিম13 ও অলক কাপালি 5 রানে ব্যাট করছেন। রামপাল ও কেমার রোচ ২টি করে উইকেট নিয়েছেন। 12 রান করা সাকিবের আগে বিদায় নিয়েছেন ইমরুল (০), তামিম (1) ও আশরাফুল (০)।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। ।