ঢাকা মহানগরীতে সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে দুটিভাগে ভাগ করা হচ্ছে। আরো একটি সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হবে। সোমবার দুপুরে এক বৈঠকে এ সংক্রান্ত আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “একটি সিটি করপোরেশন থেকে নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তাই তাদের সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনকে দুটিভাগে ভাগ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে থাকছে ৩৬টি এবং দক্ষিণে থাকছে ৫৬টি ওয়ার্ড। সব মিলিয়ে ১৫০ বর্গ কিলোমিটার এলাকায় দুটি সিটি করপোরেশন হচ্ছে।
ঢাকা উত্তরে ৩৬টি ওয়ার্ডে থাকবে এক থেকে ২৩ নম্বর ওয়ার্ড, ৩৭ থেকে ৪৫ নম্বর ওয়ার্ড এবং ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে। আর দক্ষিণে ৫৬ ওয়ার্ডের সিটি করপোরেশন হচ্ছে ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৬৬ নম্বর ওয়ার্ড এবং ৬, ৭, ৬৮ ও ৯২ নম্বর ওয়ার্ড নিয়ে।