আজ বসছে নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন। অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়। একাদশ অধিবেশনের জন্য ১১টি বিল জমা পড়েছে। এর মধ্যে ৯টি বিবেচনাধীন, একটি উত্থাপনের জন্য এবং একটি পাসের অপেক্ষায় আছে।

চলতি অধিবেশনেও বিরোধী দলের যোগ না দেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন বিল ছাড়া সংসদের অধিবেশনে যোগ না দেওয়ার কথা আবারও জোর দিয়ে বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

অন্যদিকে গতকাল বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ আবারও বিরোধী দলকে অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।