লিবিয়া কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফিকে গোপন স্থানে সমাহিত করার পরিকল্পনা করেছে।

বিবিসি জানিয়েছে আজ শুক্রবার সকাল পর্যন্ত গাদ্দাফিকে কোথায় এবং কিভাবে সমাহিত করা হবে সে বিষযে লিবিয়া কর্তৃপক্ষ কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

লিবিয়ার তেল মন্ত্রীর বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে গাদ্দাফিকে সমাহিত করার স্থান নির্ধারণ প্রক্রিয়ার কারণে তার সমাহিত করার কাজটি কযেকদিন বিলম্‌িত হবে।

তিনি রয়টার্সকে বলেছেন, সবাই যাতে জানতে পারে তিনি মারা গেছেন সেটি নিশ্চিত করতেই আমি তার মৃতদেহ কয়েকদিন হিমািয়িত অবস্থায় রাখার নির্দেশ দিয়েছি। এদিকে গাদ্দাফির মৃতদেহ মিসরাতা শহরের একটি মসজিদে নেওয়া হয়েছে আল-জাজিরা টেলিভিশন বৃহস্পতিবার এক রিপোর্টে জানিয়েছিল। আল-আরাবিয়া টেলিভিশনও গাদ্দাফির মৃতদেহ মিসরাতায় রয়েছে বলে উল্লেখ করে বলেছে লাশ রাখা হয়েছে শহরের বাণিজ্যিক এলাকা সোক তাওয়ানসায়। এর আগে লিবিয়ার অন্তবর্তী সরকারের (এনটিসি) এক কর্মকর্তা জানিয়েছিলেন নিরাপত্তার কারণে গোপন এক জায়গায় গাদ্দাফির মৃতদেহ রাখা হয়েছে।