সৌদি আরবের বর্তমান বাদশাহের পরবর্তী উত্তরসূরির সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ মৃত্যুবরণ করেছেন । তিনি বাদশাহ আবদুল্লাহর সৎভাই ছিলেন ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ২০০৪ সাল থেকে কোলন ক্যান্সারে ভুগছিলেন। ওই রোগে ভুগে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা গেছেন। উন্নত চিকিৎসা নিতে ও স্বাস্থ্য পরীক্ষা করাতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। গত জুলাইয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার দেহে অস্ত্রোপচার করা হয়। তিনি নিউ ইয়র্কের ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যুবরাজ সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ ছিলেন বাদশা আবদুল্লাহর বৈমাত্রেয় ভাই এবং তার পরে তারই সৌদি আরবের সিংহাসনে বসার কথা ছিল। তিনি একই সঙ্গে প্রতিরক্ষা ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

সৌদি বাদশাহ আবদুল্লাহ’র ভাই যুবরাজ সুলতান বিন আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।