পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর ঘোষণার আসার দিনে লেনদেনের শুরুতেই সূচকে উল্লম্ফন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এই উর্ধ্বমূখি ভাব দেখা যায়।

আজ সপ্তাহের প্রথম দিনে দুপুর ১২টার দিকে সাধারণ মূল্যসূচক ২২৩ পয়েন্ট বেড়ে ৫৭৬৭ পয়েন্টে দাঁড়িয়েছেন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডএিসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ২২৭ পয়েন্ট বেড়ে যায়।

টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে।