ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ব্যাট-বলে দারুণ পারফরমেন্সের পর আবারো ওয়ানডে র‌্যাকিংয়ের শীর্ষ অলরাউন্ডারের জায়গাটি দখল করলেন সাকিব আল হাসান। গতকাল আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে ওয়টসনকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন সাকিব।বিশ্বকাপের সময়ও তিনি ছিলেন বিশ্বের নাম্বার ওয়ান ওয়ানডে অল রাউন্ডার।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সের পর আবারও শীর্ষে উঠলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচে ৭৯ গড়ে করেছেন ৭৯ রান। বল হাতে ১৬ গড়ে নিয়েছেন সিরিজ সর্বোচ্চ ৬ উইকেট। সিরিজের সেরা বোলারও নির্বাচিত হন সাকিব।

গতকাল আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে উঠেছেন তিনি। সাকিবের চেয়ে ১৩ রেটিং পয়েন্ট পিছিয়ে র‌্যাংকিংয়ের ২ নাম্বারে নেমে গেছেন ওয়াটসন। জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সের পর জ্যাক ক্যালিসকে টপকে ৩ নাম্বারে ঢুকে গেছে পাকিস্তানের অলরাউন্ডার মোহম্মদ হাফিজ। তবে ওয়ানডেতে শীর্ষে উঠলেও টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের ৫ নাম্বারে রয়েছে সাকিব আল হাসান। ৪৫১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অল রাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন জ্যাক ক্যালিস।

এ মুহূর্তে টেস্ট ও ওয়ানডের সেরা ১০ বোলারের তালিকায়ও রয়েছে সাকিবের নাম। এ মুহূর্তে টেস্টে বোলারদের র‌্যাংকিংয়ে ৬৫৯ রেটি পয়েন্ট নিয়ে শীর্ষ টেস্ট বোলারদের মধ্যে ৮ নাম্বারে রয়েছেন সাকিব। ওয়ানডে বোলারের র‌্যাংকিংয়ে অবশ্য একধাপ পিছিয়ে ৯ নাম্বারে রয়েছে ।

ওয়ানডে র‌্যাংকিংয়েও শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। সর্বোচ্চ ২১ নাম্বারে রয়েছেন সাকিব। তামিম ইকবালের অবস্থান ৩৪ নাম্বারে।