বাংলাদেশে মোট জনসংখ্যা ১৫ কোটি ৫ লাখ। এর মধ্যে পুরুষের সংখ্যা ৭ কোটি ৬২ লাখ। মহিলার সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩ শতাংশ। জনসংখ্যা প্রজনন হার ২ দশমিক ২ শতাংশ। এদিকে আগামী ৩১ অক্টোবর বিশ্বে জনসংখ্যা হবে ৭শ’ কোটি। গতকাল জাতিসংঘের জনসংখ্যা সংস্থা ইউএনএফপিএ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

 গতকাল হোটেল রূপসী বাংলায় ইউএনএফপিএ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকন, পরিকল্পনা বিভাগের সচিব রীতি ইব্রাহিম, স্বাস্থ্য অধিদফতরের (পরিবার পরিকল্পনা) মহাপরিচালক এমএম নিয়াজউদ্দিন প্রমুখ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৯৩ জন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬১ দশমিক ৭ শতাংশ। মাতৃ মৃত্যুর হার (প্রতি হাজারে) ১ দশমিক ৯৪। শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে জীবিত জন্মে) ৫২। পুরুষের গড় আয়ু ৬৫ দশমিক ৭ ও নারীর গড় আয়ু ৬৮ দশমিক ৩ বছর।
১৮০৪ সালে বিশ্বে জনসংখ্যা ছিল একশ’ কোটি, ১৯২৭ সালে দুইশ’ কোটি, ১৯৫৯ সালে তিনশ কোটি, ১৯৭৪ সালে চারশ কোটি, ১৯৮৭ সালে পাচশ’ কোটি, ১৯৯৯ সালে ছয়শ’ কোটি ও ২০১১ সালে জনসংখ্যা সাতশ’ কোটিতে এসে পেঁৗছেছে।