মায়ের জানাযায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী। মাওলানা সাঈদীর মা বেগম গুলনাহার ইউসুফ (৯৬) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার ছোট ছেলে হুমায়ুন কবির সাইদীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ঢাকাস্থ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। বৃহস্পতিবার রাতেই সাইদীর প্যারোলে মুক্তির জন্য ঢাকার কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়। শুক্রবার সাড়ে বারোটার দিকে সাইদীকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে বলে তার পরিবার নিশ্চিত হয়।

২০১০ সালের ২৯ জুন তাকে অন্য একটি অভিযোগে গ্রেফতার করা হয়, পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাকে একাত্তরে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আটক দেখানো হয়।

মাওলানা সাঈদীর মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুমা গুলনাহার ইউসুফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকবিহবল পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি।