মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গোলাম আজমসহ জামায়াত ইসলামীর শীর্ষ চার নেতার বিরুদ্ধে আগামী ৫ই ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী সকালে জামায়াতের মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা নাকচ করে দেয়।

জামায়াতের শীর্ষ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।