মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তিদের জন্য নানারকম থেরাপি ও বিকল্প ব্যবস্থার প্রচেষ্টা চালিয়েও এখন পর্যন্ত সমস্যাটিকে আয়ত্তে আনা যায়নি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষক দল এখন কোকেনে আসক্তি রোধে টিকা বের করার চেষ্টা করছেন৷
অ্যামেরিকার হিউস্টন, ফিলাডেলফিয়া ও নিউইউর্কের সমীক্ষাকেন্দ্রের এক সমীক্ষায় অংশ গ্রহণ করতে আসেন কোকেনে আসক্ত বহু ব্যক্তি৷ ছয় সাত বছর ধরে এই মাদকে আসক্ত তারা৷ কোকেন আসক্তি রোধে টিকা বের করার পরীক্ষা নিরীক্ষায় অংশ নিতে আগ্রহী তারা৷ হিউস্টনের বেইলর কলেজ অব মেডিসিনের মানসিক রোগের চিকিত্সক টমাস কোস্টেন এ প্রসঙ্গে বলেন, ‘‘অধিকাংশ রোগী পরিবার কিংবা তাদের কর্মপ্রতিষ্ঠানের চাপে এখানে আসেন৷ কোকেন তাদের জীবন ধ্বংস করে দিয়েছে৷ অনেকে নিজেরাই কোকেনের নেশা থেকে মুক্ত হতে চেয়েও সফল হতে পারেননি৷”
টমাস কোস্টেন এমন এক ধরনের টিকা বের করেছেন, যা কোকেন প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করে৷ এর ফলে মস্তিষ্কে আর কোকেনের নেশা পৌঁছাতে পারেনা৷ এই ভাবে রোগীরা এই মাদকের নেশা থেকে মুক্ত হতে পারেন৷ টমাস কোস্টেন জানান, ‘‘কোকেনের অ্যান্টিবডি বেশ বড়৷ কোকেন সেবন করলে তা রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় ঢুকে পড়ে৷ অ্যান্টিবডি রক্তে মিশে কোকেনকে আর মস্তিষ্কে প্রবেশ করতে দেয়না৷ ফলে নেশাও আর হয়না৷ রক্তে থাকা কোকেন পরে মূত্রের সঙ্গে বের হয়ে যায়৷”