কায়রোয় আবার উত্তেজনা বেড়ে চলেছে। সেখানে হাজার হাজার প্রতিবাদকারী সামরিক বাহিনীর ক্ষমতা ত্যাগের দাবীতে শহরের কেন্দ্রস্থলে তাহরির স্কোয়ারে সমবেত হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
মিশরের দাঙ্গা পুলিশ শনিবার সেখাএন এগিয়ে যায় এবং শুক্রবারের গনপ্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী যারা সেখাএন তখনও উপস্থিতি ছিল তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ৫০০জন আহত।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, পুলিশ বেশ কিছু মতাদর্শ সংগ্রামীকে মারধোর করে এবং এসোশিয়েটেড প্রেসের এক ক্যামেরাম্যান বলেছেন, তিনি দেখেছন যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
দাঙ্গা পুলিশ তাঁবু ছিঁড়ে ফেলে এবং স্কোয়ার থেকে চেয়ার ও অন্যান্য জিনিষপত্র সরিয়ে ফেলে।