পুলিশ বলছে – পর্বত সংকুল কোহিস্তান অঞ্চলে মঙ্গলবার ভোরে উত্তরাংশের গিলগিতগামি ঐ বাস বহরের ওপর বন্দুকধারীরা অতর্কিত ঐ হামলা চালায় বলে পুলিশ সূত্রে বলা হয়েছে । বন্দুকধারিরা বাসে উঠে যাত্রিদের সনাক্তি পত্র পরখ করে দেখার পরই শিয়া যাত্রিদের লক্ষ করে হামলা চালায় । স্থানিয় সংবাদ মাধ্যম নিষিদ্ধ ঘোষিত সূন্নী জঙ্গি গ্রুপ জানদাল্লা হামলার দায়দায়িত্ব দাবী করছে বলে খবর দিয়েছে । তবে সূন্নী মুসলিমদের চরমপন্থী গ্রুপ পাকিস্তানী তালেবানও এ হামলার দায় দায়িত্ব দাবি করেছে বলে বার্তা সংস্থা এ্যাসোসিয়েটেড প্রেসের খবরে প্রকাশ । এটা ঘটে রাজধানী ইসলামাবাদের ৩ শ’ ৪০ কিলোমিটার উত্তর প্রান্তে ।
পাকিস্তানে সংখ্যালঘু শিয়া মূসলীমদের নিশানা বানিয়ে এরকমের সাম্প্রদায়িক হামলা এক নাগাড়ে বেশ কয়েকবারই হয়েছে । দেশটিতে সূন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও ধারাবাহিকভাবে শিয়া–সূন্নি একত্রেই বসবাস করে এসেছে দীর্ঘকাল যাবত । তবে চরমপন্থার অনুসারিরা প্রায় প্রায়ই একে অপরের সম্প্রদায়ের লোকজনকে হামলার লক্ষ করে থাকে ।