জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মালির রাষ্ট্রোদ্রোহী সৈন্যরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উতক্ষাত করে, যে ক্ষমতা দখল করেছে তার নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে বৃহস্পতিবার, নিরাপত্তা পরিষদ, প্রেসিডেন্ট  আমাডৌ টুমানি টৌরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৈন্যদের প্রতি আহ্বান জানিয়েছে এবং সৈন্যদের সেনা শিবিরে ফিরে যাওয়ারও অনুরোধ করেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ  মালির  কর্মকর্তাদের মুক্তি  এবং অনতি বিলম্বে সেখানে সাংবিধানিক শাসন পূনঃস্থাপনের দাবি জানিয়েছে।

বিদ্রোহের নেতা,  ক্যাপ্টেন আমাডৌ  সানোগা বৃহস্পতিবার মালির রাজধানি থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন যে প্রসিডেন্ট এবং গ্রেপ্তারকৃত মন্ত্রীরা নিরাপদে  আছেন  এবং তাদের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।