হেগ শহরে বিশেষ ট্রাইবিউন্যালে, লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলার, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
সিয়েরা লিওন বিষয়ক বিশেষ আদালত বৃহস্পতিবার রায় দিয়েছে যে সিয়েরা লিওনে গৃহযুদ্ধের সময়, বিদ্রোহীরা যে প্রচন্ড ভাবে মানবাধিকার লঙ্ঘন করে, টেইলার তাতে সাহায্য করেছে।
বিচারক রিচার্ড লুসিক বলেন ১১টি অভিযোগের সবকটিতে টেইলার দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযোগের মধ্যে অন্তর্ভুক্ত হত্যা কান্ড, ধর্ষণ, যৌন দাসত্ব, শিশু সেনা নিয়োগ এবং দাসত্ব।
৩০মে টেইলারকে দন্ড দেওয়া হবে।