অসরকারী মালিকানাধীন একটি কোম্পানীর নকশায় নির্মিত একটি রকেট ঐতিহাসিক এক মহাকাশ অভিযাত্রায় উত্ক্ষিপ্ত হয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একখানা সরবরাহ ক্যাপসূল পৌছিয়ে দেবার জন্যে ।
ঐ ড্র্যাগন মহাকাশ ক্যাপসূল উতক্ষিপ্ত হয়েছে মহাকাশ পানে দৃশ্যত: ত্রুটিহীনভাবে এবং টেলিভিশনের পর্দায় সেরকমটাই দৃশ্যমান হয়েছে । মহাকাশ যান x –এর ফ্যালকান নাইন রকেটের মাথায় বসানো এ ক্যাপসূল উত্ক্ষেপন করা হয় মঙ্গলবার ফ্লরিডার কেইপ ক্যানাভেরাল থেকে ।
বৃহস্পতিবার নাগাদ এ ড্র্যাগন ক্যাপসূল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র iss গিয়ে পৌঁছুবে এবং কক্ষ প্রদক্ষিনরত অবস্থানটির গায়ে গিয়ে ভিড়বে শুক্রবার নাগাদ । পুনরায় ব্যবহার যোগ্য ক্যাসূলটি পৃথিবীর বুকে ফিরবে মহাকাশ কেন্দ্রে ব্যবহৃত যন্ত্র সরঞ্জামসহ ।