স্পেস এক্স ড্র্যাগান মালবাহী নভোযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঐতিহাসিক যাত্রা শেষ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে।
এই প্রথম বেসরকারি একটি মালবাহী নভোযান সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পৌছে দেওয়ার পর, পৃথিবীতে ফিরে এসেছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রু বৃহস্পতিবার সকালে ড্র্যাগান ক্যাপসুলটিকে মহাকাশ স্টেশনের লম্বা রবোটিক হাত থেকে মুক্ত করে দেয়।