সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক- সিরডাপ’র প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ বুধবার বিকেলে দুই দিনের ঢাকা সফরে আসছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট ড. এ পি জে আবদুল কালাম। দিল্লি থেকে জেট এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল সাড়ে ৩টায় তাঁর পৌঁছার কথা রয়েছে। সিরডাপ মহাপরিচালক, স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারসহ পররাষ্ট্র দপ্তর এবং ভারতীয় হাইকমিশনের পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তাকে নিয়ে যাওয়া হবে হোটেল রূপসী বাংলায়। সফরকালে সেখানেই থাকবেন তিনি। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠক করবেন ভারতের সাবেক এই প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। রাতে হোটেল রূপসী বাংলায় সিরডাপ প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন ড. কালাম। বৃহস্পতিবার তোপখানা রোডস্থ সিরডাপ-এর ক্যামেলিয়া হাউজে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বক্তৃতা করবেন তিনি। মধ্যাহ্নভোজের আগে গণমাধ্যমের সাথে কথা বলবেন ভারতের সাবেক এ প্রেসিডেন্ট। এরপর সিরডাপ- সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের তরুণ ও শিশুদের সঙ্গে এক আড্ডায় মিলিত হবেন। বিকালে নয়া দিল্লির উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।